মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ২৮তম কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মৈত্রেয় হাসান জয়িতাকে সভাপতি, জাকির হাসানকে সাধারণ সম্পাদক ও শুভ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার বিকাল ৫টায় গাইবান্ধা শহরের ১নং রেল গেটস্থ জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে তাহমীদ চৌধুরীর সভাপতিত্বে ও মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পৌর পার্কের শহীদ মিনারে গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের ২৭তম সম্মেলনের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।
উদ্বোধনের পর একটি সুসজ্জিত র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক কামরুল হাসান জিলানী। শুভেচ্ছা বক্তব্য দেন ২৮তম সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাকির হাসান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com