শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তিতে অগ্রগতি

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তিতে অগ্রগতি

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নি®পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সেইসাথে বেড়েছে পুরাতন মামলা ও নতুন মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণের হারও।
জানা গেছে, ২০২০ সালের ১৩ই মে গাইবান্ধায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন প্রদীপ কুমার রায়। করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় বন্ধ থাকে বিচার কার্যক্রম। এতে মামলাজট বৃদ্ধি পেতে থাকে। এরপর আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হলে তিনি মামলা নি®পত্তির হার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। এতে বিচার কাজের স্থবিরতা কেটে গতিশীলতা আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁর আদালতে বৃদ্ধি পেয়েছে পুলিশ কর্তৃক সাক্ষী উপস্থাপনের হার।
উল্লেখ্য, গত ৩ মাসে চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ৯ জন ম্যাজিস্ট্রেট ৪ হাজার ৯’শ ৪২টি মামলা নি®পত্তি করেন বলে। যা মামলা দায়ের করার তুলনায় ৩ হাজার ৭৩টি বেশি। নি®পত্তিকৃত মামলার মধ্যে ৫ বছরের অধিক পুরাতন মামলা ছিল ১ হাজার ৮’শ ৬০টি। এই তিন মাসে জুডিশিয়াল মাজিস্ট্রেসির ৯টি বিচারিক আদালত ৩ হাজার ৪৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এর পাশাপাশি পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক কনফারেন্সও যথারীতি সম্পন্ন হচ্ছে।
এব্যাপারে গাইবান্ধা জেলা জজ আদালতের পিপি ফারুক আহমেদ প্রিন্স বলেন, সম্প্রতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নি®পত্তির হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছে।
গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাডঃ আহসানুল করিম লাছু বলেন, বর্তমান গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের তৎপরতায় মামলা নি®পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com