শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে জমি-জমা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধে জের ধরে বুধবার সকাল ১০টায় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫)গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষনা করে। এঘটনায় গুরুতর আহত আমিরুল ইসলাম (৪৮),তাজেল আকন্দ (৫০)কে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আর ২জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়। নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com