শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জমির সীমানা পিলার ও আলু উপরে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি

গোবিন্দগঞ্জে জমির সীমানা পিলার ও আলু উপরে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি

গোবিন্দগঞ্জপ্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা গতকাল রোববার সকালে জমির সীমানা পিলার উপরে ভেঙ্গে এবং জমিতে লাগানো আলু ও লাউ গাছ উপরে ফেলে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়ার (মাস্টার পাড়া) মৃত আমজাদ হোসেন প্রধানের ছেলে আজাদুল হক প্রধান তার মরহুম পিতার নিকট থেকে হেবাবিল এওয়াজ মুলে প্রাপ্ত বর্ধনকুঠি মৌজার জেএল নং ২৪৫, বিআরএস খতিয়ান নং ২২, সাবেক দাগ নং ১৮৩, হাল দাগ নং ৩০১ ভিটা জমির ৯১ শতকের মধ্যে ৭৫ শতক জমি দীর্ঘ ২০ বৎসর যাবৎ ভোগদখল করে চাষাবাদ করে আসছে। আজাদুল হক প্রধান গত ২৩/১০/২০২১ ইং তারিখ সকাল ১০ টার দিকে এই জমির দক্ষিণ পাশের ২১ শতক জমি বিক্রির জন্য সার্ভেয়ার আমিন দ্বারা মেপে সীমানা করে খুটি গেড়ে পৃথক করে ফেরার সময় প্রতিপক্ষ বুজরুক বোয়ালিয়ার (মাস্টার পাড়া) আব্দুর রাজ্জাক প্রধান, বর্ধনকুঠি মন্ডলপাড়ার রুহুল আমিন রবিন, রুপালী বেগম, কুঞ্জমালঞ্চার রাশেদ প্রধান, রাশেদা বেগম ওই ২১ শতক জমি তাদের বলে দাবি করে এবং জোরপূর্বক সীমানা পিলারগুলো তুলে ভেঙ্গে ফেলে। এ ঘটনায় গত ২৭/১০/২০২১ ইং তারিখে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com