বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যায় জড়িতদের বিচার দাবিতে গতকাল দুপুরে নাট্য সংস্থার সামনে সাঁওতালদের বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যায় জড়িতদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাঁওতালরা। অবিদীয় মার্ডি স্মৃতিরক্ষা কমিটি, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এ এলআরডি ও জনউদ্যোগ গতকাল নাট্য সংস্থার সামনে সাঁওতাল-বাঙালিরা এ কর্মসূচি পালন করে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, নাগরিক সংগঠন জনউদ্যোগ সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বার্ণাবাস টুডু, প্রিসিলা মুরমু, জাহাঙ্গীর কবীর, হীরা মুরমু, অঞ্জলী রানী দেবী, ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, অ্যাডঃ কুশলাশীষ চক্রবর্তী সাগর, অ্যাডঃ ফারুক কবির, কাজী আব্দুল খালেক, নাজমা বেগম, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।