শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে এসিল্যান্ড হত্যার ৮ বছরঃ শুরু হয়নি বিচারকার্য

গোবিন্দগঞ্জে এসিল্যান্ড হত্যার ৮ বছরঃ শুরু হয়নি বিচারকার্য

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকান্ডের ৮ বছরেও শুরু হয়নি বিচারিক কার্যক্রম। নারাজি শুনানির পর আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারী দিনধার্য করেছেন আদালত। এদিকে, দীর্ঘদিনেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ ও শংকা প্রকাশ করেছেন নিহতের পরিবার।
মামলার বাদী ফাদার স্যামসন মার্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে-দুপুরে একজন সরকারি কর্মকর্তাকে (এসিল্যান্ড) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের বেশকিছু ক্লু আদালতে আমরা উপস্থাপন করেছি। কিন্তু তদন্তের নামে শুধু কালক্ষেপন করা হচ্ছে। এই হত্যাকান্ডের জুডিসিয়াল তদন্ত চাওয়া হয়েছিল। তা না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। পূর্বের ন্যায় পিবিআইও একই তদন্ত রির্পোট দিয়েছেন আদালতে। এই রিপোর্টে হত্যাকান্ডের মুল হোতারা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বিচার নিয়ে শংকা প্রকাশ করছেন নিহতের পরিবার। এরআগে পিবিআইয়ের ন্যায় একইভাবে পুলিশও তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন আদালতে।
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মিজানুর রহমান বলেন, এ মামলাটি আদাশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারী দিনধার্য আছে। নারাজি করার কারণে আদালত তা আমলে নিয়ে তদন্ত দিয়েছিলেন। এজন্য বিচারকার্য শুরু হতে দেরি হচ্ছে।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ী নওগাঁর ধামুরহাট থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষুখামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে ইক্ষুখামারের ভেতরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার পর রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।
এদিকে, অবিদীয় মার্ডির অষ্টম মৃত্যুবাষিকী গতকাল পালন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি। নানা আয়োজনে পালিত হয় দিনটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com