বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে একটি বাড়ির ৫টি ঘর পুড়ে গিয়েছে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বড়খোদাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগে। এতে করে তার তিন ছেলে ৫টি ঘর আগুনে ভস্মীভুত হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। মৃত নুরুল ইসলামের ছেলে জাফুরুল ইসলাম জানান, আগুনে আমাদের ৩ ভাইয়ের ৫টি ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।