বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন

গাইবান্ধা-৫ শূন্য আসনে আজ উপ-নির্বাচন

গাইবান্ধা-৫ শূন্য আসনে আজ উপ-নির্বাচন

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনের উপ-নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ওই আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনার আসনটি শূন্য ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনার আজ ১২ অক্টোবর বুধবার শূন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হচ্ছেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।
নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গেছে। সাঘাটা-ফুলছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন। সাঘাটা-ফুলছড়ি দুই উপজেলা মিলে ভোট কেন্দ্র ১৪৫ এবং বুথের সংখ্যা ৯৫২টি।
এব্যাপারে রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী, বিজিবি, র‌্যাব সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com