শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধায় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বিজ্ঞান আন্দোলন মঞ্চ, গাইবান্ধার আয়োজনে গতকাল ২৬ ডিসেম্বর পৌর শহিদ মিনার চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বলয়গ্রাস’ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কাদির। আলোচনা করেন দারিয়াপুর হাজি ওসমানগনি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, দৈনিক সমকালের গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ গাইবান্ধার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী। আলোচকগণ সমাজ ও প্রকৃতির সমস্যা সমাধানের জন্য বেশি করে বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার পরামর্শ দেন। সভাপতিত্ব করেন সংগঠনের গাইবান্ধা জেলার সমন্বয়ক আল মামুন। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে। তারা সান ফিল্টার চশমা দিয়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে। শেষে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com