শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় সরকারি কর্মকর্তাদের সমাবেশ

গাইবান্ধায় সরকারি কর্মকর্তাদের সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই অঙ্গীকার নিয়ে কুষ্টিয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গতকাল গাইবান্ধার সরকারি কর্মকর্তা ও বিচারক বিভাগের বিচারকবৃন্দের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুদ দাইয়ান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মেহেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমান, সাব-রেজিস্টার রুহুল কুদ্দুস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন প্রমুখ।
বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ ও মানচিত্র পেয়েছি, তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com