শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

গাইবান্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। জাতীয় সংসদের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পুলিশ সুপার মোঃ কামাল হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, গাইবান্ধা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একই সময়ে সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। সেসময় বিভিন্ন সংগঠনের সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের ইফতার পরিবেশন, সুবিধামত সময়ে পৌর শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক চলচিত্র প্রদর্শনী।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com