শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে বড় দিন পালিত

গোবিন্দগঞ্জে বড় দিন পালিত

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি, সাপমারা, রাজাহার, কামাদিয়াসহ অন্যান্য সাঁওতাল নৃ-গোষ্ঠী অধ্যুষিত খৃষ্টান পল্লীগুলোতে আনন্দ উৎসবের মধ্যদিয়ে গতকাল বুধবার বড়দিন পালিত হয়। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার রাতে আদমপুর মিশনে চার্চে কেক কেটে প্রভু যিশু খৃষ্টের জন্মদিন পালন কর্মসূচীর করা হয়। গতকাল গীর্জায় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য গ্রামের গীর্জাতেও অনুরুপভাবে কেক কাটা, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। দিনটি উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া, নতুন কাপড় চোপড় পড়া এবং আত্মীয়-স্বজনের বাড়িতে বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল। এছাড়া দিনটি উপলক্ষে বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্নভাবে নিকানো পোচানো এবং দেয়ালে ও উঠোনে আলপনা অংকন করা হয়। এভাবেই গোবিন্দগঞ্জ উপজেলার ৩ সহস্রাধিক খ্রীষ্ট ধর্মীয় মানুষ এ উৎসবে অংশ নেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com