শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

গাইবান্ধায় বিশ্ব বসতি দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গতকাল সোমবার এক আলোচনা সভা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল নগরীর কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি।
গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবিল আয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান। এনডিসি এস.এম ফয়েজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের এসডি ইব্রাহিম খলিল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, পৌর কাউন্সিলর মোঃ শহীদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ বাসযোগ্য পরিকল্পিত আবাসন নির্মাণের মাধ্যমে নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর প্রতিষ্ঠা করতে হবে। এতে নিরাপদ পানি, নগরের বর্জ্য অপসারণ, প্রযুক্তি ও শিক্ষার অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। এতে করে টেকসই উন্নয়নের সুযোগ সুবিধা সুফল জনগণ পাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com