রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরে র‌্যালী ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।
জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ নার্গিস আক্তার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা শহরে র‌্যালী ও স্থানীয় গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার সদস্য সচিব মনজুর আলম মিঠু, আফরোজা বেগম লিলি, প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, শাহনাজ আমিন মুন্নী প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার অপর আরেকটি গ্রুপ শহরে র‌্যালী ও সংগঠনের কার্যালয়ের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, লিজা উল্লা, মাসুদা আক্তার প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন নারী সংগঠনও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদৎ হোসেন মন্ডল, ডাব্লিউ ডিপি নির্বাহী পরিচালক ফরিদ আহম্মেদ, শ্রীমতি অনিতা রানী, শহিদুল ইসলাম প্রমুখ।
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু।
গতকাল একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের নারী আন্দোলনের শ্রেষ্ঠ জয়িতা মোছাঃ হ্যাপী বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ আফরুজা বেগম ও সহকারী অধ্যাপক মোছাঃ রওনক জাহান প্রমূখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com