শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে জেলা প্রশাসক

অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার অসচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন আর্থিক সহায়তা, মিষ্টি ও ফুল প্রদান করেন। গতকাল বুধবার সকাল ৯টায় শহরের সরকারপাড়ায় বসবাসকারি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক দুদুর বাড়িতে গিয়ে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা, মিষ্টি ও ফুল তুলে দেন। জেলা প্রশাসক তাঁর নামে একটি পাকা ঘর বরাদ্দের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান, সহকারি কমিশনার লোকমান হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সাবেক ডেপুটি কমান্ডার খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই সরকার প্রত্যেক মুক্তিযোদ্ধার পাশে রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধার ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করছে সরকার।
উল্লেখ্য, এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক ২৫ জন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা, মিষ্টি ও ফুল প্রদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com