মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
কঞ্চিবাড়ী (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় মাল্টি স্টেকহোল্ডারদের সাথে সঙ্গ প্রকল্পের মা ও শিশুর পুষ্টি বিষয়ক কর্মমালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেন এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গতকাল বুধবার উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, বাহিরগোলা জামে সমজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন, এসকেএস ফাইন্ডেশনের এম.এম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেসে গুপ্তা প্রমূখ। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক সমুহ তুলে ধরা হয়। সঙ্গ প্রকল্প গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লাখ ২৮ হাজার খানার মা ও শিশুর পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করছে। এতে কিশোর-কিশোরী রয়েছে ৮০ হাজার, প্রাপ্ত বযস্ক নারী ৯৫ হাজার, প্রাপ্ত বযস্ক পুরুষ ৯০ হাজার, ৫ বছরের কম বয়সী শিশু ৫৩ হাজার ও ২ বছরের কম বয়সী শিশু ২৫ হাজার।