শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন

পলাশবাড়ীতে কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) শফিকুল ইসলাম কর্তৃক কাবিটা প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বৌলেরপাড়ার পাকা রাস্তা হতে সাহাপাড়া ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তায় ইটের সলিং ও মাটির কাজ সরেজমিনের পরিদর্শন করেন। গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর ২০২৪-২৫ অর্থবছরের কাবিখা ও কাবিটা প্রকল্পের অধীনে উক্ত কাজটি বাস্তবায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কাজ বাস্তবায়নের জন্য পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদনকৃত প্রকল্পের দৈর্ঘ্য, প্রস্থ, বরাদ্দ এবং স্থান প্রকল্পের ক্রমিক নম্বরসহ স্থানের ছবি দিয়ে অ্যাপসের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। কাজ শতভাগ বাস্তবায়নে সবক্ষনিক অফিসের লোকজন কাজ বুঝে নিয়ে যাচ্ছেন বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জানান। উক্ত কাজটির গুণগত মান দেখে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com