শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে প্রাচীর ভাঙতে গিয়ে মিস্ত্রি নিহত

পলাশবাড়ীতে প্রাচীর ভাঙতে গিয়ে মিস্ত্রি নিহত

পলাশবাড়ী প্রতিনিধি : পলাশবাড়ী উপজেলার একটি বাসার ঝুঁকিপূর্ণ প্রাচীর ভাঙতে গিয়ে নিচে পড়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনজু তালুকদারের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে একটি বাসার সীমানার অকেজো প্রাচীর ভাঙার কাজ শুরু করেন রফিকুল। এ সময় হঠাৎ প্রাচীরটি ভেঙে তার ওপড় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়। সেখানে রফিকুল ইসলামের মরদেহ সুরুতহাল প্রতিবেদন করা হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com