শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় পৌর কর্মচারীদের কর্মবিরতি

গাইবান্ধায় পৌর কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টারঃ রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে দু’দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির শেষ দিনে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বর ও সংলগ্ন সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে পৌর কর্মচারিরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে জেলার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও নবগঠিত পলাশবাড়ির পৌরসভা কার্যালয় তালাবদ্ধ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা এই কর্মসূচিতে অংশ নেয়। অবস্থান চলাকালে কর্মচারীরা দেশ দরদী শেখ হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা, মা জননী হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা ইত্যাদি স্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এবিএম সিদ্দিকুর রহমান, রেজাউল হক, বিপুল কুমার সাহা, মিলন কুমার সরকার, রবিউল ইসলাম, মিজানুর রহমান শামী, সূচনা সরকার, আব্দুল আহাদ বাবু, এসএম মাজাহারুল আনোয়ার, মুনছুর আলম, শরিফুল ইসলাম ডাকুয়া, মেহেদুল ইসলাম, ফিরোজ কবীর প্রামানিক, আরিফুর রহমান, অনন্ত কুমার প্রমুখ।

অবস্থান শেষে নেতৃবৃন্দ গাইবান্ধা প্রেস ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, শেখ হুমায়ুন হক্কানী প্রমুখ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচির শুরুতে গাইবান্ধা পৌরসভা কার্যালয় থেকে কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com