শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গত বুধবার রাতে সপ্তাহব্যাপী সমাপনী অনুষ্ঠানে চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হচ্ছেন নাটকে-মোজাহারুল হক প্রামানিক রাজু, দেবাশিষ দাশ দেবু, রানা ইসকেন্দার মির্জা বাবুল ও সাংস্কৃতিক সংগঠন মোহনা।
সংগঠনের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ হানিফ বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌতমাশিস গুহ সরকার। শেষে রাগিব হাসান চৌধুরী হাবুলের নির্দেশনায় ও সৈয়দ শামসুল হকের রচনায় তুলসী লাহিড়ী মঞ্চে খাট্টা তামাশা নাটক মঞ্চস্থ হয়।