সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে অপেক্ষা করার সময় ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আনার মিয়ার পুত্র ফরিদুল ইসলাম (৩৬) ও খলিলুর রহমানের পুত্র মারুফ মিয়া (৩৭)। গতকাল বুধবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে থানায় সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করে।
সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া উইং এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার সালমান নুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধ্রববাড়ী এলাকায় মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করার সময় ফরিদুল ও মারুফকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১শ’ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।