শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে সৌদি প্রবাসী এক ব্যক্তির বসতবাড়ীতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তার বৃদ্ধা মাকে মারপিট করে গুরুতর আহত করেছে। এসময় সন্ত্রাসীরা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী ওই ব্যক্তির স্ত্রী গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মামুনূর রশিদ ৩ বছর আগে সৌদি আরবে গিয়ে কর্মরত আছেন। তার বড় দুই ভাই আব্দুল ওয়াহেদ ও আব্দুল মান্নান রংপুর ও ঢাকায় থাকেন। তাদের বৃদ্ধা মা রাশেদা বেগম এবং মামুনূর রশিদের স্ত্রী গোলাপী বেগম গ্রামের বাড়িতে থাকেন। বেশ কিছুদিন থেকে পাশ্ববর্তী বাড়ির মৃত নান্নু মিয়ার ছেলে আশিক মিয়া, মৃত নছির উদ্দিনের ছেলে চুন্নু মিয়া ও মজিবর রহমান মালেকের ছেলে জহুরুল ইসলামের সাথে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে মামুনূর রশীদদের মনোমালিন্য চলে আসছিল। এক পর্যায়ে প্রতিপক্ষরা জোরপূর্বক কাটা তারের বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। পরে মামুনূর রশীদের বড় ভাই আব্দুল ওয়াহেদ ও আব্দুল মান্নান বাড়িতে এসে বিষয়টি সুরাহা করার জন্য গত ৩১ জানুযারী গ্রাম্য শালিসের ব্যবস্থা করেন। কিন্তু প্রতিপক্ষ সন্ত্রাসীরা শালিসের সিদ্ধান্ত অমান্য করে শালিস থেকে বের হয়ে যায়। পরের দিন নিরুপায় হয়ে আব্দুল ওয়াহেদ ও আব্দুল মান্নান তাদের কর্মস্থলে চলে যায়। এ ঘটনার জের ধরে গত ৫ ফেব্রুযারী বিকেলে আশিক মিয়া, চুন্নু মিয়া ও জহুরুল ইসলামের নেতৃত্বে তাদের বাড়ির মহিলাসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মামুনূর রশীদের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় বাড়িতে থাকা বৃদ্ধা রাশেদা বেগম গুরুতর আহত হয়। হামলাকারীরা এসময় ঘরে প্রবেশ করে আলমারি থেকে সাড়ে ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের গহনা ও নগদ ৭৫ হাজার টাকাসহ কমপক্ষে ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত রাশেদা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে ২দিন চিকিৎসার পর রাশেদার অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামুনূর রশীদের স্ত্রী গোলাপী বেগম বাদী হয়ে আশিক মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন।