শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে গতকাল রোববার সকাল ১১টায় গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাসূল প্রেমি তৌহিদী জনতা নামে একটি সংগঠনের ব্যানারে শহরের ভি-এইড রোডের বড় মসজিদের সামনে থেকে নারায়ে তাকবীর, আল¬াহু আকবার স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময়ে বিশ্ব মুসলিম জাতির ব্যানারে শহরের খানকাহ শরীফ মসজিদ মাঠ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল দুটিই জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাসূল প্রেমি তৌহিদী জনতার পক্ষে মাওলানা মূফতি এনামুল হাফিজ, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জোবায়ের, শিক্ষার্থী জাওয়াত, সিফাত মন্ডল, রাফি, সিয়ন, রাফিন প্রমুখ।