রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুরে) প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলস্টেশনের মধ্যবর্তীস্থানে ট্রেনে কাটা পড়ে বিবস্ত্র মৃত অজ্ঞাত এক যুবতীর (২৭) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে নলডাঙ্গা-বামনডাঙ্গা জামতলা রেল গেইটের অদুরে রেললাইনের নির্জন একটি স্থান থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর এঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসী এমন সন্দেহ করছেন।
স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে আশেপাশের লোকজন রেললাইনে মেয়েটির দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গাইবান্ধার বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।