রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাক্টর আটক

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাক্টর আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে করতোয়া নদীর চর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বালু বোঝাই দু’টি ট্রাক্টর আটক করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মেরী এলাকায় করতোয়া নদীর চর কেটে বালু দস্যুরা দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে তা পরিবহন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গতকাল বিকেলে অভিযান চালিয়ে ওই স্থান থেকে বালু বোঝাই দু’টি ট্রাক্টর (এমপি-থ্রি) আটক করে। প্রশাসনের লোকজনের অভিযানের কথা জানতে পেরে ট্রাক্টর দু’টির ড্রাইভার ও হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে গোবিন্দগঞ্জ থানার এস.আই নজরুল ইসলাম এবং
এ.এস.আই জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও আটককৃত বালু বোঝাই ট্রাক্টর দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com