শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির ৪টি ঘড় ভস্মীভূত ও দুটি গরু পুড়ে মারা গেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ পলুপাড়া গ্রামের আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়িতে হঠাৎ অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রাসহ ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘড় ও একটি গোয়ালঘড় পড়ে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় ২টি গুরু। দগ্ধ হয় আরও বেশ কয়েকটি গরু।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মুক্তি মাহমুদ জানান, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।