বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী গ্রামে গিয়ে একটি পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া নবজাতকের মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, নবজাতককে কারা- কি কারণে ওই পুকুরে ফেলে দিয়েছে এবং কারা ওই শিশুটির বাবা-মা, সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই এলাকায় পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com