শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।
র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাদরুল আলম, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাডঃ হানিফ বেলাল, সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আজ ১৩ ডিসেম্বর স্পন্দন শিল্পীগোষ্ঠী ও অন্তরঙ্গ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামীকাল ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৫ ডিসেম্বর সুরবানী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গানাসাস শিল্পীবৃন্দের আলোচনা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামী ১৭ ডিসেম্বর চিন্তক সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী ১৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, আলোচনা, গুণীজন সম্মাননা ও নাটক।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com