মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের একগুয়েমী, স্বেচ্ছাচারিতা, অর্থ কেলেংকারী, সীমাহীন দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের কারণে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কলেজের অধ্যক্ষের এসব অনিয়ম ও দূর্নীতি এবং শিক্ষকদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে তাঁর পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারীরা বেশ কিছুদিন থেকে কলেজে কর্মবিরতি পালন করে আসছেন। এতে এক সপ্তাহের অধিক সময় ধরে কলেজে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষক-কর্মচারিদের অভিযোগ, অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব দীর্ঘ ১৫ বছর ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একনায়কতান্ত্রিক ভাবে কলেজ পরিচালনা করছেন। বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন সময়ে দলীয় ও প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে সুকৌশলে অদৃশ্য জাদু বলে ম্যানেজ করে তিনি তাঁর অনিয়ম ও দূর্নীতির রাম রাজত্ব কায়েম করেছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাঁর এসব অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি।