মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

অধ্যক্ষের নানা অনিয়মের কারণে গোবিন্দগঞ্জ মহিলা কলেজে অচলাবস্থা

অধ্যক্ষের নানা অনিয়মের কারণে গোবিন্দগঞ্জ মহিলা কলেজে অচলাবস্থা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের একগুয়েমী, স্বেচ্ছাচারিতা, অর্থ কেলেংকারী, সীমাহীন দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের কারণে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কলেজের অধ্যক্ষের এসব অনিয়ম ও দূর্নীতি এবং শিক্ষকদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে তাঁর পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারীরা বেশ কিছুদিন থেকে কলেজে কর্মবিরতি পালন করে আসছেন। এতে এক সপ্তাহের অধিক সময় ধরে কলেজে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষক-কর্মচারিদের অভিযোগ, অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব দীর্ঘ ১৫ বছর ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একনায়কতান্ত্রিক ভাবে কলেজ পরিচালনা করছেন। বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন সময়ে দলীয় ও প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে সুকৌশলে অদৃশ্য জাদু বলে ম্যানেজ করে তিনি তাঁর অনিয়ম ও দূর্নীতির রাম রাজত্ব কায়েম করেছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাঁর এসব অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com