শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডাকসু ও জাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সিপিবি, জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।
সমাবেশ শেষে ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।