শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা নামাপাড়া গ্রামের জব্বার কসমেটিক্সের বাড়ি সন্নিকটস্থ আবু সাঈদ নামের একব্যক্তির পুকুর থেকে উদ্ধারকৃত ভাসমান অজ্ঞাত মৃত যুবকের অবশেষে পরিচয় মিলছে। মৃত ওই যুবকের নাম নুরু মিয়া (৪০)। তিনি উপজেলার নলডাঙ্গা কলেজপাড়া গ্রামের মুল্লুক চাঁনের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে ওই পুকুরের পানিতে নুরু মিয়ার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়। এ খবর পেয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার দ্রুত ঘটনাস্থলে গিয়ে নুরু মিয়ার মরদেহ উদ্ধার করে। কিন্তু মরদেহটি ফুলেফেঁপে যাওয়ায় তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। পরেরদিন নুরু মিয়ার পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে।