শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য গোপনে ভূয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম ডাবলু, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, আকাশ, হিমেল, মাকসুদ রহমান প্রমুখ।