শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

কামারজানীতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের যাত্রা শুরু

কামারজানীতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ।
গতকাল কামারজানী বন্দরের প্রাণকেন্দ্রে গোঘাট কলেজ রোডে কলেজ মিলনায়তনে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আইয়ুব আলী সরকার। মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক, কামারজানী ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, মালিবাড়ী ইউপি চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল, প্রবীণ শিক্ষক অমূল্য চন্দ্র সাহা ও তপন কুমার সাহা।
বক্তব্য রাখেন, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোঃ কামরুজ্জামান মণ্ডল, কামারজানী ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তালেব আকন্দ, আব্দুল মালেক সরকার, শাহিন মিয়া, হামিদুল ইসলাম, রুমকি আক্তার এবং রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গম চরাঞ্চলসহ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য এ কলেজ হবে এক নতুন দিগন্ত। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার ইতিহাসে সূচিত হলো গৌরবময় অধ্যায়, যা পুরো এলাকার জন্য একটি গর্বের অর্জন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com