রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এই দম্পতি উত্তর রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, ওসময় রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এরই মধ্যে বিধান চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী কমলী রানী রক্ষা করতে যায়। এসময় দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে সবার সাবধানতা থাকা উচিৎ।