শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে গাইবান্ধা: শেষ বৈশাখে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে গাইবান্ধা: শেষ বৈশাখে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস

স্টাফ রিপোর্টার: শেষ বৈশাখে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। গাইবান্ধায় গতকাল সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। খাঁ খাঁ রোদে পুড়ছে গাইবান্ধা শহরবাসী। এতে করে প্রচন্ড দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। গতকাল গাইবান্ধা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩২শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। জেলা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় লোক সমাগম কম। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কর্মজীবী মানুষেরা অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছেন। এ সময় সকলকে ঘনঘন পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। অন্যদিকে গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com