সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বাবু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বাবু মিয়াকে ২ হাজার ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দু’টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রি করার নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহƒত দ’ুটি স্মার্টফোন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবু মিয়া ওই ইউনিয়নের দশলাল গ্রামের হারুনুর রশিদের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযান চলাকালে থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে ।