শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

সাদুল্লাপুরে ১০৭ মণ্ডপে দুর্গোৎসব হবে

সাদুল্লাপুরে ১০৭ মণ্ডপে দুর্গোৎসব হবে

সাদুল্লাপুর প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ বছরে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে মোট ১০৭ মন্দির-মন্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরী করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। এরপর রঙতুলির আচর পড়বে এইসব প্রতিমার শরীরে।
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ডপগুলোর মধ্যে-উপজেলার রসুলপুর ইউনিয়নে ৯টি, নলডাঙ্গায় ৮টি, দামোদরপুরে ১৭টি, জামালপুরে ৬টি, ফরিদপুরে ৭টি, ধাপেরহাটে ৮টি, ইদিলপুরে ২টি, ভাতগ্রামে ১২টি, বনগ্রামে ১৬টি, কামারপাড়ায় ১৪টি ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নে ৮টি রয়েছে।
সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন কুমার সরকার বলেন, এবছরের পঞ্জিকা মতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গোৎসব।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com