শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। এসময় বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগী ওষুধসহ এই সেবাগ্রহণ করেন। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, উপজেলার বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তফা রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। অনুষ্ঠিত ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে ছিলেন- ডাঃ আবীর হাসান দীপ, দেলোয়ার হোসেন নয়ন, আহসান হাবিব, বাশার, ফারুক, আশক, মাসুদ মিনহাজ, রেফায়েত, হাসিব, সুখরঞ্জনসহ অনেকে।