বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা পৌরসভার পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা না থাকায় এক দিনের বৃষ্টির পানিতে পৌরসভার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে গাইবান্ধা পৌরবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন। ফলে পৌরসবাসীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। গাইবান্ধা পৌর এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, রাস্তা তলিয়ে যাওয়ায় স্কুলের শিক্ষার্থীসহ আমাদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা দুরীকরণে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পৌরবাসীরা।