বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানসহ এনায়েতপুর পয়েন্টে ১৫ টাকা কেজি দামে চাল বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর বাজারে এই চাল বিতরণ করেন ডিলার রফিকুল ইসলাম বাবলু। এসময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তায়বুর রহমান। এসময় মছিরন বেগম নামের এক সুবিধাভোগী বলেন, ১৫ টাকা কেজি দরে মোট ৩০ কেজি চাল পেয়েছি। ডিলার রফিকুল ইসলাম বাবলু বলেন, আমার এই পয়েন্ট থেকে ৬২৬ জনের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।