বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধি : ফুলছড়ি উপজেলার কালীরবাজারে শাপলা কিন্ডারগার্টেনে ৮ম শ্রেণির ছাত্র একেএম সাইফুর আহমেদ মন্ডল সহপাঠীদের হাতে নিগ্রহের শিকার হয়েছে। ঘটনার পর থেকে সে ভীতির মধ্যে আছে। এতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির পিতা শাহীন মন্ডল জেলা প্রশাসক, ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগে প্রকাশ, ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের শাহীন মন্ডলের ছেলে একেএম সাইফুর আহমেদ মন্ডল কালীরবাজার শাপলা কিন্ডারগার্টেনের ৮ম শ্রেণির ছাত্র। তার সহপাঠী হিমেল, বাধন, রিয়াদ, জিহাদ, আশিক ও কামরুল প্রায়ই শিশুটিকে উত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় তারা গত মার্চ মাসে শিশুটিকে শারীরিকভাবে নিগ্রহ করে। গত ৪ সেপ্টেম্বর সাইফুর আহমেদ মন্ডল টাই পরে না আসায় তাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়। এ কারণে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর তাকে তার ওই সহপাঠীরা মারধর ও স্টিলের স্কেল গরম করে হাতে ছ্যাকা দেয়। এতে তার হাতে ফোসকা পড়ে। ঘটনার পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়। তার অভিভাবক এসব বিষয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানকে জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে শিশুটির পিতা শাহীন মন্ডল জেলা প্রশাসক ও ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে জানান, সহপাঠীদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার খোঁজ খবর নিয়েছি। এমনকি যেসব শিশু সাইফুরের সাথে খারাপ আচরণ করেছে তারাও ভুল বুঝতে পেরে খোঁজখবর নিয়েছে।