সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি: সাঘাটা উপজেলার সাঘাটা বাজারে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ হিংস্র-রাক্ষসি বিষাক্ত পিরানহা।
অন্যান্য মাছের তুলনায় এই মাছের দাম কিছুটা কম হওয়ায় চিনতে না পেয়ে অনেকেই নিষিদ্ধ ওই বিষাক্ত পিরানহা রূপচাঁদা মাছ ভেবে কিনছে।
এ মাছের প্রতিকেজির দাম ২০০ টাকা এবং স্বাদ একটু বেশি হওয়ায সাধারণ মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে। অনেকের পছন্দের তালিকায় আছে এ মাছ। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা পিরানহা মাছকে সামুদ্রিক রূপচাঁদা মাছ হিসেবেই বিক্রয় করে থাকেন।
বাংলাদেশ সরকার এ মাছকে ২০০৮ সালে নিষিদ্ধ ঘোষণা করলেও সেই আইনের প্রতি তোয়াক্কা না করে একটি অসাধু চক্র বেশি লাভের আশায় প্রতিনিয়ত সাঘাটা উপজেলা বিভিন্ন বাজারে বিক্রি করেই চলছে।
প্রশাসনের হস্তক্ষেপে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল ।