সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবীতে গতকাল সোমবার সকালে খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন খোলাহাটির সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী খান দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, ইঞ্জিনিয়ার্স ফোরাম জেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. আমজাদ হোসেন, খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, জামায়াতে ইসলামী খোলাহাটী ইউনিয়ন সভাপতি ডাঃ রাজু আহমেদ কিনু, মাহাবুবা সুলতানা, মেহেদী হাসান, কাফি মন্ডল, আদিল প্রমূখ।