সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মূখ্য-আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডি’র প্রতিষ্ঠাতা সভাপতি এম সাদ্দাম হোসেন পবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আসাদ মামুন দিপু, প্রভাষক মোঃ শাহিন মিয়া, প্রভাষক মোঃ হামিদুল ইসলাম, প্রভাষক মোছাঃ রুমি খাতুন, প্রভাষক মোছাঃ রুনা আক্তার, প্রভাষক মোছাঃ রুমকি আক্তার প্রমূখ।
কলেজ অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন, কামারজানীর ইতিহাসে এই প্রথম সরকার অনুমোদিত কলেজ হিসেবে অনলাইনের মাধ্যমে সরাসরি সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হলো।