বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় গ্রামের মোঃ শাহজাহান মিয়া ওরফে ভুট্টু (৫৫)র গরু ও ধান বিক্রির ৬৮ হাজার ৫শ’ নগদ টাকা এবং একটি এনড্রয়েড মোবাইল ফোন সন্ত্রাসীরা মারপিট করে ছিনতাই করে নিয়ে গেছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ভুট্টু মিয়া ভরতখালী হাটে ৬০ হাজার ৫শ’ টাকায় একটি গরু বিক্রি করে এবং আরও টাকার প্রয়োজনে ধান বিক্রির উদ্দেশ্যে রাত ৮টার দিকে ত্রিমোহনীর পিয়ারাপুর বাজারের নুরুন্নবী সরকারের ধানের আড়তে গিয়ে ৭ হাজার ৫০০ টাকার ধান বিক্রি করেন। ওই সময় কয়েকজন সন্ত্রাসী মাস্তান ধানের আড়তে প্রবেশ করে শাহজাহান মিয়া ও ওরফে ভুট্টুকে এলোপাথারি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। এক পর্যায়ে আসামী আলী মিয়া ভুট্টুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। আসামী রিয়াদ ৬৮ হাজার ৫শ’ টাকা ও এনড্রয়েট মোবাইল সেট হাতিয়ে নেয়। ভুট্টুর চিৎকারে আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে এলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ভুট্টু বাদী হয়ে পিয়ারাপুর এলাকার মোঃ রিয়াদ মিয়া (৩০), পিতা- মোঃ আলী মিয়া, মোঃ স্বপন মিয়া (৩৬), পিতা- মৃত তহশীলদার, মোঃ আলী মিয়া (৫৬), পিতা- অজ্ঞাত, মোঃ রোহেল মিয়া (৩২) পিতা- বাবলু মিয়া এই ৪জনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫৩৪২।