বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার কৌচাকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাদক কারবারী বাবা ও ছেলেকে গ্রেফতার করে। পরে তাদের ঘরে রাখা ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে ইদ্রিস আলী (৪৮) ও তার ছেলে ফুয়াদ হোসেন (২৪)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।