বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

সাদুল্লাপুরে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেবাগ্রহীতারা। গত মঙ্গলবার উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধা।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ব্যবসায়ী রেজাউল হক প্রধান রাজু, ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন প্রমুখ। তখন রক্তের গ্রুপ নির্ণয় করেন- সন্ধানী ডোনার ক্লাবের রাহাদ ইসলাম রাহি ও সৌরভ কুমার। স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন- শাকিল, হাসান, খাদেমুল, সৌরভ, রিয়ন, নুর আলম ও আরমানসহ অনেকে।
এই ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ সব বয়সের নারী-পুরুষ রক্তের গ্রুপ পরীক্ষা করে নিয়েছেন।
দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ২৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক-কর্মচারী আছেন ১৮ জন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com