মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিললো গর্তে

সাদুল্লাপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিললো গর্তে

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয় বলে স্বজনদের দাবি। এরই একপর্যায়ে বাড়ির পেছনের জমির পাশের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের আব্দুল মজিদ ওরফে বাদশা মুন্সির স্ত্রী।
স্বজনরা জানায়, গত শুক্রবার হঠাৎ করে মমতাজ বেগম নিখোঁজ হয়। এরপর থেকে তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বাড়ির পেছনের জমির পাশের গর্তে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে এ মৃত্যুর কোন রহস্য থাকতে পারে বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ওইস্থানে মততাজ বেগম নামের এক বৃদ্ধার লাশ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই ওয়ার্ড সদস্য একরামুল মিয়াসহ অন্যান্যদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারন উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই সুপদ চন্দ্র বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধার মরহেদ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর ছেলে গফুর, নুর আলম ও প্রতিবেশী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com