মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ৩ যুবক মিলে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের সাথে জড়িত থাকায় সাব্বির হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাব্বিরসহ ৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে ধর্ষণের কথা স্বীকার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের আসাদুজ্জামানের মেয়ে পাশ্ববর্তী ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৪) প্রতিদিনের ন্যায় গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এ সময় একই গ্রামের মন্টু মিয়ার ছেলে অটোচালক শান্ত মিয়া (২৫) ওই ছাত্রীকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে তার অটোরিক্সায় তুলে নেয়। কিন্তু শান্ত মেয়েটিকে স্কুলের পথে না নিয়ে গিয়ে তার ফুপুর বাড়িতে বেড়ানোর কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরের দিকে আসে। কিছুক্ষণ পর অটো চালক শান্ত ওই ছাত্রীকে মহিমাগঞ্জের শ্রীপতিপুর গ্রামের খুরশিদ আলম পলাশের নির্জন বাসায় আনে এবং এটাই তার ফুপুর বাড়ি বলে মেয়েটিকে একটি ঘরে বসতে বলে। এ সময় ওই বাসার দায়িত্বে থাকা মহিমাগঞ্জের পান্তামারী গ্রামের মোখলেছুর রহমান মোক্তারের ছেলে সুজন মিয়ার (২৪) সহায়তায় অটোচালক শান্ত এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাব্বির হোসেন মিলে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ করলে মেয়েটিকে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি বাড়ী ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং পুরো ঘটনাটি পরিবারের লোকজনের কাছে খুলে বলে। এ ঘটনায় ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর মা তাহমিনা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করার পর বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে সে ধর্ষণ করার কথা স্বীকার করে। সাব্বিরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা অব্যহত রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com