মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সর্বজনীন বিজ্জান ভিত্তিক সেক্যুলার গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গতকাল সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গাইবান্ধা সদর উপজেলা শাখার কাউন্সিল বাসদ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য যুগেশ ত্রিপুরা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। গাইবান্ধা সরকারি কলেজ শাখার ছাত্র ফ্রন্টের সংগঠক জিহানুল হক জোহার সভাপতিত্বে কাউন্সিলে আলোচনা করেন জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, ইসরাত জাহান, কামরুল হাসান বসুনিয়া, সুমনা আক্তার প্রমুখ। শেষে কামরুল হাসানকে আহবায়ক এবং সুমনা আক্তারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ছাত্র ফ্রন্টের সদর উপজেলা শাখা গঠন করা হয়।